
স্পোর্টস ডেস্ক :অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের অ্যাডেড টাইম চলছে। স্পেন ২-১ গোলে এগিয়ে। অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল ৩ মিনিট। এই তিন মিনিট শেষ হতে তখন বাকি ৬০ সেকেন্ড। জার্মানির সেটাই শেষ সুযোগ ইউরো কাপের লড়াইয়ে টিকে থাকার। ফুলক্রুগের হেড বার পোস্টের গা ঘেষে বেরিয়ে যায়। সেখানেই জার্মানির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। নিজেদের দেশের মাটিতেই কোয়ার্টার ফাইনালে শেষ হয় জার্মানদের ইউরো যাত্রা। ২-১ গোলে জার্মানিকে হারিয়ে ইউরোকাপের সেমিফাইনালে উঠল স্পেন। এই হারের পরই ফুটবল থেকে নিজের অবসর ঘোষণা করে দিলেন টনি ক্রুস। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ শীরোপা জিতিয়ে ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে ছিলেন। কিন্তু এবার আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন।
এই ম্যাচে রেফারিকে দেখলে ভারতের রাহুল কুমার গুপ্তার কথা অনেকেরই মনে পড়বে। আইএসএলে মুম্বাই-মোহনবাগান ম্যাচে প্রায় ৭টি কার্ড দেখিয়েছিলেন। আজকের ম্যাচে ১৪টা হলুদ কার্ড এবং একটা লাল কার্ড দেখিয়েছেন রেফারি। তাছাড়া অতিরিক্ত সময়ে নিকো উইলামসের হাতে বল লাগায় পেনাল্টির জোড়াল আবেদন করেছিল জার্মানি। কিন্তু রেফারি সেই আবেদন মানেননি এবং ভার প্রযুক্তির সাহায্যও নেননি। তাই সমর্থকদের অনেকেই প্রশ্ন তুলেছেন রেফারিং নিয়ে।
লড়াই হয় ১২০ মিনিটের। এই লড়াইয়ে শেষ হাসি হাসল স্পেন।প্রথমার্ধে আধিপত্য বিস্তার করা স্পেন দ্বিতীয়ার্ধেও সুযোগ সবচেয়ে বেশি তৈরি করেছে। ম্যাচের ৫১ মিনিটে গোলও পেয়ে যায় স্প্যানিশরা। লামিন ইয়ামাল ডান পাশ থেকে আক্রমণে উঠেছিলেন। তার নিচু ক্রস ধরে দানি অলমো সোজা শট মারেন গোলে। তার নীচু শট গিয়ে আছড়ে পড়ে জার্মানদের জালে। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।
৯০ মিনিট শেষ হওয়ার একটু আগেই গোলের দেখা পেয়ে যায় জার্মানিও। জশুয়া কিমিখের বাড়ানো বল থেকে গোলটা করেন ফ্লোরিয়ান রিতজ। আর তাতেই ১-১ সমতায় ফেরে ম্যাচটা। লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে ১১৯ মিনিটে মিকেল মেরিনো স্পেনের ত্রাতা হয়ে আসেন। দারুণ এক হেডারে বল নিয়ে ফেলেন জার্মানদের জালে। এই গোল ধরে রাখতে স্পেনকে বেশ লড়াই করতেই হল। শুধু তাই নয় মুসিয়ালাকে আটকাতে গিয়ে দানি কার্ভাহালকে লাল কার্ডও দেখতে হল। তবে শেষ পর্যন্ত জয় হল স্পেনের। জার্মানির মাটিতে তাদের বিপক্ষে ৮৯ বছর পর জিতল স্পেন।