
নিজেস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ বাইরে তীব্র তাপপ্রবাহ আর বিমানের মধ্যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিকল। যাত্রীদের এই গরমের বিমানের মধ্যে এক ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ। রাজধানী নয়াদিল্লি বিমান বন্দরের ঘটনা।
বুধবার সকালে দিল্লি থেকে দারভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল SG 486 স্পাইসজেট বিমান। কিন্তু বিমান রানওয়ে ছাড়ার আগেই বিপত্তি। বাইরে তীব্র তাপপ্রবাহ আর বিমানের মধ্যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিকল। অভিযোগ, যাত্রীদের এই গরমের মধ্যে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। গরমে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কি করে ঘটল এই ঘটনা তার উত্তর পাওয়া যায়নি এখনও। তবে গোটা ঘটনায় শোরগোল দিল্লি থেকে দারভাঙ্গায়। তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বন্দর কর্তিপক্ষ।