
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে হার। যেন এটাই নিয়ম করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারেও তারকাখচিত দলের ব্যতিক্রম হল না। টানা ১৩ মরসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বইরা। জিতল চেন্নাই সুপার কিংস। উদ্বোধনের পরদিনই ছিল আইপিএলের এল ক্লাসিকো। মুম্বই বনাম চেন্নাই। আইপিএলের সফলতম দুই দল। যে দুই দলে আবার দুই বিশ্বজয়ী অধিনায়কও শামিল। ধুন্ধুমার লড়াই। তাতে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস। সূর্যকুমারের মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে।ম্যাচের শেষে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়ে কয়া ড় বলেছেন, “আমাদের দলে খলিল (আহমেদ) অভিজ্ঞ বোলার। তবে এই দলের ‘এক্স ফ্যাক্টর’ নুর। তাই জন্য ওকে দলে পেতে এতটা মরিয়া ছিলাম আমরা। অ্যাশের (অশ্বিন) মতো বোলারকে পাওয়াও খুব ভাল হয়েছে আমাদের জন্য।”স্পিনারেরা শুরু থেকে ঠিকঠাক জায়গায় বল করেছে। নিলামের পর আমরা একটা ব্যাপারে উত্তেজিত ছিলাম, চিপকে তিন জন স্পিনারকে একসঙ্গে বল করতে দেখলে কেমন লাগবে। সেটা আজ দেখতে পেয়ে দারুণ লাগছে।”
দলের স্বার্থে ওপেনিং ছেড়ে তিনে নামতেও কোনও আপত্তি নেই রুতুরাজের। বলেছেন, “এতে দলের মধ্যে ভারসাম্য তৈরি হয়েছে। তাই জায়গা বদল করার জন্য আমার কোনও সমস্যা নেই।’