
ওঙ্কার ডেস্কঃ সদ্য সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন বর্ধমানের রবি হাঁসদা।সন্তোষ জয় করে বাংলাতে ফিরেই তিনি জানিয়েছিলেন এবার খেলতে চান কোনও বড়দলে।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর করা প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পেয়েছেন তিনি।এরপর শনিবার চেতলা অগ্রণীতে সম্বর্ধনা নিতে এসে তিনি জানান, ইস্টবেঙ্গল থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে, তবে তার পছন্দের দল মোহনবাগান, তবে এত বড় দলে ডাক পেয়ে তিনি খুশি ।
এদিকে রবিকে নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর তরজা।কেউ বলছেন ইস্টবেঙ্গলের পর মোহনবাগান ও হয়তো ঝাঁপাবে রবির জন্য। কিন্তু কোন দলে তিনি যাবেন সেই সিদ্ধান্ত অনেকখানি নির্ভর করছে বাংলা দলের বর্তমান কোচ সঞ্জয় সেনের উপর।রবিকে নিয়ে দুই দলের মধ্যে জোর লড়াই হতে পারে বলেও আশঙ্কা ফুটবল প্রেমীদের।চলতি মরশুমে কি রবিকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে, নাকি সবুজ মেরুনেই তিনি ময়দান মাতাবেন,সেই নিয়ে জোর চর্চা ফুটবল প্রেমীদের মধ্যে।