
স্পোর্টস ডেস্ক :শনিবার ইডেনে কেকে আর বনাম আসিবি ম্যাচে এক দর্শক ইডেনের জি ব্লক থেকে ফেন্সিং পেরিয়ে বিরাট কোহলিকে প্রণাম, আলিঙ্গন করলেন। সেই জায়গায় দায়িত্বে থাকা পুলিশ কিছুই করতে পারলো না। এমন ঘটনা ইডেনে ক্রিকেটারদের নিরাপত্তা নিয় সেখানে দেখা যাচ্ছ কীভাবে নিরাপত্তা লঙ্ঘন করে পুলিশের পাশ দিয়েই মাঠে ঢুকে গেলেন এবং কোহলি পর্যন্ত পৌঁছে গেলেন দর্শকটি। এই ঘটনায় ইডেনের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। শুধু এবারে নয় বারবার প্রশ্ন উঠেছে ইডেনে পুলিশের কার্যক্রম নিয়ে। আর একটা ছবিও রীতিমতো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলিরা যখন ইডেনে অনুশীলন করতে ঢুকছেন তখন ক্লাব হাউসের বাইরে পুলিশরা মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে বিরাটদের ছবি তুলছেন। আর এই কলকাতা পুলিশই রামনবমীর জন্য নিরাপত্তার অভাবে ইডেনে ৬ এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচে নিরাপত্তা দিতে প্রস্তুত নয় বলে জানাচ্ছে। যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে প্রাইভেট সিকউরিটি দিয়ে ম্যাচটি করার চেষ্টা চলছে। এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে সিএবি থেকে এবারে নাকি বাড়তি টিকিটঅ চাওয়া হয়েছে।এবছর উচ্চমাধ্যমিক দেওয়া বর্ধমানের ঋত্বিক পাখিরা বিরাট কোহলির অন্ধ সমর্থক। মাঠে ঢুকে সোজা সে শুয়ে পড়ে বিরাট কোহলির পায়ে। বিরাট তাঁকে সেই অবস্থা থেকে তুলে জড়িয়ে ধরেন। নিরাপত্তারক্ষীরা এসে ঋত্বিককে মাঠ থেকে বের করে নিয়ে যান।
তারপর থেকে সে রয়েছে পুলিশি হেফাজতেই। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালত তাকে ছেড়ে দিলেও আর ভারতের কোন মাঠে তিনি ম্যাচ দেখতে যেতে পারবেন না।