
ওঙ্কার ডেস্ক, কলকাতা: ইমামি ত্যাগ! সামনের মরশুমে পুরোনো বন্ধু শ্রী সিমেন্টকে স্পনসর হিসাবে চাইছে লালহলুদ শিবির! ময়দানে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে।
সূত্রের খবর, আইএসএলে জানুয়ারি উইন্ডোতে তিন বিদেশিকে নেওয়ার ভাবনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে স্পনসর ইমামির বাজেট। তাই সামনের মরশুমে ইমামিকে ছেড়ে ফের শ্রী সিমেন্টকে পাশে পেতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এজন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা।
প্রসঙ্গত, দীর্ঘ জলঘোলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিন বছর আগে আইএসএলে গাঁটছড়া বেঁধে ছিল ইমামি ও ইষ্টবেঙ্গল। আগামী মরশুমে আইএসএলে মোহনবাগানের সমকক্ষ শক্তিশালী দল গড়তে চাইছে ইলিশ শিবির। কিন্তু নতুন মরশুমে ভালো স্কোয়াড তৈরিতে যে বাজেট প্রয়োজন, তা দিতে নারাজ ইমামি। যা নিয়ে ইষ্টবেঙ্গল কর্তৃপক্ষের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। যদিও এনিয়ে মুখ খোলেনি কেউই।
ময়দান সূত্রে খবর, আগামী মরশুমে ইমামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শ্রী সিমেন্ট বা অন্য কাউকে স্পনসর হিসাবে পেতে চাইছে ইষ্টবেঙ্গল। এমনকি এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শরণাপন্ন হওয়ার চেষ্টা চালাচ্ছে ইষ্টবেঙ্গল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, আইএসএল-এ জানুয়ারি উইন্ডোতে হিজাজি মাহের, ক্লেটন সিলভা ও হেক্টর ইয়ুসতের পরিবর্তে ইস্টবেঙ্গল বেশ কয়েকজনকে টার্গেট করেছে। এদের মধ্যে রয়েছে ইংলিশ মিডফিল্ডার জ্যাক রোলস, ইংলিশ ফরোয়ার্ড অ্যাশলে কোফে, স্প্যানিশ ফরোয়ার্ড, লুইস ফ্রার্নাডেজ, স্প্যানিশ মিডফিল্ডার জোসে রড্রিগুয়েজ এবং উজবেকিস্তান মিডফিল্ডার অ্যাসরোর গ্রাফুরোভ। তিন পরিবর্ত ফুটবলারের পাশাপাশি সউল ক্রেসপোর চোটও পরিবর্ত হিসেবে ভাবাচ্ছিল ইস্টবেঙ্গল কর্তাদের।
কিন্তু টার্গেট করা খেলোয়াড়দের বাজেট নিয়ে সংশয় ছিল ক্লাব কর্তাদের। ইতিমধ্যে হিজাজি মাহের ও ক্লেটন ফর্মে ফিরেছে। সউল ক্রোসপোর চোটও তেমন গুরুতর নয়। কিন্তু চোট পেয়ে মরশুমে মাঠের বাইরে মাদি তালাল। বর্তমান পরিস্থিতিতে একজন বিদেশিকে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। কিন্তু সেখানেও সংশয় বাজেট!
সূত্রের খবর, নতুন বিদেশির জন্য কী বাজেট বরাদ্দ করা হবে, তা নিয়ে শীঘ্রই বৈঠক হবে ইমামির সঙ্গে। আগামী মরশুমে এমন আর্থিক টানাপোড়েন থাকলে ভালো দলগড়া সম্ভব নয় বলেই সংশয় ইস্টবেঙ্গল কর্তাদের। এই পরিস্থিতিতে আগামী মরশুমে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
যদিও এখনও কর্মসমিতির বৈঠক হয়নি। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন কাউকে স্পনসর হিসেবে চাইছেন ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা। এজন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই সাক্ষাতের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে স্পনসর হিসেবে পুরনো বন্ধু শ্রী সিমেন্ট বা অন্য কেউ হলেও কোনও আপত্তি নেই। এর আগে শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার মূলে এক ব্যক্তি ছিলেন। এবার তাঁকে ছাড়াই শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া চাইছে ইস্টবেঙ্গল। এখন দেখার ইমামিকে ছেড়ে ইস্টবেঙ্গল কর্তারা ফের শ্রী সিমেন্ট নাকি অন্য কারুর সঙ্গে গাঁটছড়া বাধে!