
ওঙ্কার ডেস্ক: ন্যা শনাল গেমসে পদক পেলেই সরকারি চাকরি ও নগদ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যা ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।
আগামী ২৮ জানুয়ারি থেকে উত্তরাখন্ডে শুরু হচ্ছে ৩৮ তম ন্যা শনাল গেমস। যা চলবে ১৪ ফেব্রুয়ারি অবধি। বাংলা থেকে প্রায় ৪০০ জন খেলোয়াড় অংশ নেবেন এই প্রতিযোগিতায় । আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গল অলিম্পিক অ্যা সোসিয়েশন ও রাজ্যা ক্রীড়া দফতর – যৌথ ভাবে সাংবাদিক সম্মেলনে জানায়, এছাড়াও সোনা জিতলে ৩ লক্ষ টাকা, রুপো পেলে ২ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পেলে ১ লাখ টাকা পুরস্কার পাবেন। জাতীয় গেমসে সোনাজয়ীদের এসআই পদমর্যাদা, রুপো পেলে এএসআই আর ব্রোঞ্জ পেলে মিলবে কনস্টেবল পদমর্যাদার চাকরি।
কিছুদিন আগেই সন্তোষ জয়ী বাংলা দলের খেলোয়াড়দের পুলিশ ও অন্যান্য বিভাগে চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ন্যা শনাল গেমসেও এই প্রতিশ্রুতিতে খুশি বাংলার অ্যাথলিটরা। তাদের দাবি, অ্যাথলিটরা পদক জিতলেও ক্রিকেটার ফুটবলারদের মতো টাকা বা খ্যাতি কোনোটাই পায়না। অনেক সময় অর্থের অভাবে খেলা ছেড়ে দেন তারা। চাকরি থাকলে সেই সমস্যায় আর পড়তে হবে না তাদের।