
ওঙ্কার ডেস্কঃ ইডেনে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচে ইডেন আলো দিয়ে সাজিয়ে ভারতের জাতীয় পতাকার রংটাই ভুল সাজিয়েছিল সিএবি। সেই বিতর্কের মাঝেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সিএবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও নিয়ে পড়ে যায় চরম শোরগোল।
রবিবার সারা দেশের মতো বঙ্গ ক্রিকেটের সদর দপ্তর সিএবিতেও ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালিত হয়। সিএবির ক্লাব হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিএবির অন্য কর্তারাও। সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সিএবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই দেখা গেল জাতীয় পতাকার উল্টো প্রদর্শন।পরে নিজেদের ওই পেজেই জাতীয় পতাকার একটা অ্যা নিমেশনও পোষ্ট করা হয়। ওই পোষ্টে দুটি জাতীয় পতাকার ছবি ব্যাবহার করা হয়। প্রথমটিতে দেখানো হয়েছে, ইডেনের বুকে ড্রোনে উড়ছে জাতীয় পতাকা। সেখানেও পতাকার রঙ ছিল উল্টো।
চারদিনের ব্যজবধানে জাতীয় পতাকা নিয়ে বিতর্কে জেরবার সিএবি। এই নিয়ে প্রশ্ন করা হলে সিএবি কর্মীদের উপর দায় চাপিয়েছেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস।