
ওঙ্কার ডেস্ক: কল্যাণীতে বাংলা বনাম হরিয়ানা রঞ্জি ম্যাচে ভাঙলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৩৫ বছরের পুরোনো রেকর্ড।অনূর্ধ্ব-১৯ স্তরে ভালো পারফরমেন্স করে বাংলা দলে সুযোগ পেলেন ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় । এতদিন বাংলার হয়ে সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে।১৯৮৯-৯০ মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে দিল্লির বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয় সৌরভের। সেই ম্যাচ জিতে বাংলা রঞ্জি চ্যাম্পিয়নও হয় সেবছর। হরিয়ানার বিরুদ্ধে মাত্র ১৫ বছর ৩৬১দিন অভিষেক হল অঙ্কিতের। যা সত্যিই চমকপ্রদ।