
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ লাল বলের ক্রিকেটে উইকেটকিপার হিসেবে ভারতীয় দলের প্রথম পছন্দ ঋষভ পন্থ। তবে তার গাড়ি দুর্ঘটনার পরে সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন কিপিং করছেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতেও ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এছাড়াও গোটা সিরিজে ভালোই করেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন দুজনেই তাহলে কে কিপিং করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ঋষভ পন্থকে কি প্রথম একাদশে ফেরানো হবে আর! শুরু হয়েছে জোর জল্পনা।
যদিও ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কথা শুনে কিন্তু তেমন কিছু মনে হল না। এদিন ভারতীয় কোচ গম্ভীর বলেন, ‘কেএল আমাদের একনম্বর উইকেট কিপার। এই মুহূর্তে এটাই কেবল বলতে পারি। ঋষভ পন্থের সামনে সুযোগ আসবে। আমরা দু’জন উইকেট কিপার-ব্যাটারকে একসঙ্গে খেলাতে পারব না। ব্যাটিং গড় কিংবা পরিসংখ্যান দেখে ঠিক করি না। কোন পরিস্থিতিতে কে পারফর্ম করতে পারবে, সেই ভেবেই ব্যাটিং অর্ডার ঠিক করি।’