
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আবারও বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। গুরুতর কুঁচকির চোটের জেরে গোটা মরসুমের জন্য ছিটকে যেতে পারেন দলের অধিনায়ক ক্লেটন সিলভা। গত ম্যাচেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। তবে হঠাৎ ম্যাচের পর চোটের কারণে হয়তো এই মরসুমে আর লাল হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। শুধু ক্লেটন নয় হিজাজি মাহেরের চোট নিয়েও চিন্তায় লাল হলুদ কোচ অস্কার ব্রুজেন। প্র্যাকটিসে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন তিনি।এমআরআই রিপোর্ট কী হবে সেইদিকে নজর থাকবে। তবে শোনা যাচ্ছে বেশ কয়েক ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে হিজাজিকে। হিজাজি আর ক্লেটন দুজনই দলের গুরুত্বপূর্ণ সদস্য। তারা ২ জনই অনিশ্চিত হয়ে গেলে ইস্টবেঙ্গল আরও সমস্যায় পড়বেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজেন। এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না কবে সব বাধা কাটবে!