
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ শনিবার আইএসএলে দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে টিম লাল হলুদ। তাঁদের সুপার সিক্সে যাওয়ার সম্ভবনা না থাকলেও এএফসি কোয়াটারের আগে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। লাল হলুদের সল ক্রেসপো একপ্রকার বলেই দিলেন সমর্থকদের জন্য তিনি জিততে চান। তিনি বলেন ‘এটা ঠিকই যে, গত ম্যাচে আমরা ভালো খেলেছি। তবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন আমরা শুধু পাঞ্জাবের কথা ভাবছি। কারণ, এই ম্যাচটা ফাইনালের মতো এবং আমরা এখন শুধুমাত্র এই ম্যাচেই মনোনিবেশ করছি”।
গত মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে চারটি গোল করা ক্রেসপো তাঁর এ মরসুমের পারফরম্যান্স নিয়ে বলেন, “আমি মনে করি আমার পারফরম্যান্স ভাল ছিল। কিন্তু এটাও ঠিক যে, চোটের কারণে আমি অনেকদিন মাঠের বাইরে ছিলাম। সে জন্য আমি খুশি নই। তবে এখন আমি দু’সপ্তাহ ধরে দলের সঙ্গে অনুশীলন করছি এবং আমার ফিটনেসও ভাল অবস্থায় আছে। আশা করছি, মরশুমটা ভালভাবে শেষ করতে পারব। আমি মনে করি সংখ্যা আমাদের পক্ষে আছে এবং আমাদের ইতিমধ্যেই সেরা ছয়ে পৌঁছনোর সুযোগও রয়েছে। তাই আমরা বিশ্বাস রাখছি, আত্মবিশ্বাসী আছি। এএফসি গ্রুপ পর্বেও আমরা খুব ভাল খেলেছি এবং আমি নিশ্চিত যে, পরের রাউন্ড কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত থাকব লড়াই করে জেতার জন্য”।
আমি ম্যাচের পর সমর্থকদের সঙ্গে কথা বলেছি, এবং আমরা সমর্থকদের অনুভূতি বুঝতে পারি। তারা চটে আছে, যেটা স্বাভাবিক। কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের জন্য লড়াই করব। আশা করি, মরসুমের শেষ অংশে আমরা ভাল ফল অর্জন করতে পারব এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।