
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ফের জয় পেলো ইস্টবেঙ্গল। এদিন দিল্লিতে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিলো লাল হলুদ। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠলো ইস্টবেঙ্গল। যদিও এই জয়ও ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার আশা দেখাচ্ছে না। ম্যাচের ১৫ মিনিটেই প্রথম গোলটি করেন দিমিত্রিয়াস। চোট সারিয়ে উঠেই অনবদ্য তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই ৪৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লাল হলুদের মহেশ। ৫৪ মিনিটে ফের গোল করেন ইস্টবেঙ্গলের লালচুংনুঙ্গা এরপর অনেক সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু মিস করে সুযোগগুলি। দিয়ামান্তাকোসের শট বারপোস্টে লেগে ফিরে আসে আর মেসি বৌলির করা গোল ফাউলের জন্য বাতিল করা হয়। নাহলে ইস্টবেঙ্গলের জয়ের ব্যবধান আরও বেশি হত। এরপর ৬২ মিনিটে পাঞ্জাবের ভিদাল ব্যবধান কমান যার জেরে ৩-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ।