
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ বাংলা হকিতে আসছে অ্যাস্টোটার্ফ। সেই স্বপ্ন সত্যি হতে চলেছে এবার। অ্যাস্টোটার্ফ বসলে আন্তর্জাতিক মানের হকি ম্যাচ করার ছাড়পত্রও পাবে কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ট্রেনিং গ্রাউন্ডের সামনে বসানো হচ্ছে হকির অ্যাস্টোটার্ফ। দর্শকদের বসার ব্যবস্থাও আছে সেখানে। আন্তর্জাতিক হকি সংস্থার তরফেও মিলেছে শংসাপত্র। আন্তর্জাতিক হকি সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এই খবর।
বেঙ্গল হকির সভাপতি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, ‘আমাদের জন্য এটা একটি খুশির খবর আন্তর্জাতিক ম্যাচ হবে। আমাদের দুটো অ্যাস্টোটার্ফ হচ্ছে। একটা হাওড়ার ডুমুরজলায় রাজ্য সরকারের স্টেডিয়াম। যেটা হিডকোর সৌজন্যে তৈরি হচ্ছে। সল্টলেকে টার্ফ তৈরি হলে আমরা আন্তর্জাতিক ম্যাচও করতে পারব। সরকারের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না। হকির বেটন কাপটা এবার থেকে খুব ভালো করে করব। হকি নিয়ে সরকারের আরও অনেক পরিকল্পনা রয়েছে। এটা ছিল তারই শুভারম্ভ’