
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ৪৮৯ দিন পরে আবার মুখোমুখি ভারত – বাংলাদেশ। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের শক্তি বিচার করলে দেখা যাবে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশের দলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লা থাকলেও দলে নেই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান। গোটা বিশ্বে বিভিন্ন দেশে লিগ খেলে বেড়ালেও বাংলাদেশের জাতীয় দলে জায়গা পাননি তিনি। তার একটা বড়
কারণ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
মুশফিকুর, মাহমুদুল্লা ছাড়া সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের দলে। কিন্তু মুস্তাফিজুর ছাড়া বাকিদের ফর্ম বিগত কয়েক ম্যাচে খুব একটা ভালো নয়। মুশফিকুর ও মাহমুদুল্লা আগের মতো রান করতে পারেন না। সৌম্যও খুব বেশি ক্রিকেট খেলেননি। রান না করায় জায়গা পাননি লিটন দাস। ফলে ওপেনিং নিয়েও সমস্যায় পড়তে পারে বাংলাদেশ।যদিও তরুণ অধিনায়ক নাজমুল হাসান শান্ত প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই হুঙ্কার দিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন।
রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেক প্রশ্ন চলছে সমালোচক মহলে। ফর্ম ফিরিয়ে এনে তাঁরাও চাইবেন সমস্ত প্রশ্নের জবাব দিতে। শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ভাল ফর্মে রয়েছেন বিগত কয়েক ম্যাচ ধরে। লোকেশ রাহুল রান না পেলেও তাঁর অভিজ্ঞতাও কম নয়। বোলিংয়েও মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞরা রয়েছেন। পাশাপাশি বরুণ চক্রবর্তী, হর্ষিত রানার মতো তরুণ ক্রিকেটারেরাও রয়েছেন দলে। চোটের জন্য দলে নেই জসপ্রীত বুমরাহ কিন্ত বরুণ চক্রবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে একদম নতুন মুখ, তার ঘূর্ণি এখনও অপরিচিত বিদেশি ব্যাটারদের কাছে তাই তার ঘূর্ণির উপর অনেকটা ভরসা রাখতে হবে ভারতীয় দলকে।