
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম একদিনের ম্যাচ একতরফা ভাবেই জিতে নিল ভারত। ৬৮ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৮ রানে। জবাবে ১৯ রানেই ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৭ বলে ২ রানের বেশি করতে পারেননি। অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল একদিনের অভিষেক ম্যাচে করেন ১৫ রান। এরপর শুভমন গিল আর শ্রেয়স আইয়ার এর পার্টনারশিপে ভর করে ভালো যায়গায় পৌঁছে যায় ভারতীয় দল। শ্রেয়স ফেরেন ৫৯ রানে। এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে করে গিল ভারতকে এগিয়ে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। অক্ষর প্যাটেল অবশ্য শেষ পর্যন্ত টিকতে পারেননি। ফেরেন ৫২ রানে। কেএল রাহুলও ২ রানের বেশি তুলতে পারেননি। শুভমন ফেরেন ৮৭ রানের ইনিংস খেলে। বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। বল হাতে এদিন অভিষেক হয় হর্ষিত রানার। তিনি তুলে নেন ৩ উইকেট। কামব্যাক ম্যাচে শামি ভালো বল করলেও পান মাত্র ১ উইকেট। রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। বাকি একটি করে উইকেট পান কুলদীপ ও অক্ষর। ম্যাচের সেরা হলেন শুভমন গিল।
তবে এদিন ও রান পেলেন না অধিনায়ক রোহিত শর্মা। ২ রান করে সাকিব মাহমুদের বলে বোল্ড হন তিনি। বিগত ৪ ৫ মাস ধরে চলা ব্যর্থতা জারি থাকল এই ম্যাচেও। যদিও ম্যাচ শেষে তার প্রশংসা শোনা যায় দলের সহ অধিনায়ক তথা ম্যাচের সেরা শুভমন গিলের মুখে। ম্যাচের শেষে তিনি বলেন,’ব্যাটার হিসাবে কোনও বদল হয়নি। তবে ফিল্ডিং করার সময় রোহিত ভাইকে দেখছি। ওর পরিকল্পনা শুনছি। তার পরে নিজের মতামত দিচ্ছি। রোহিত ভাই আমাকে বলেছে, কিছু মনে হলে জানাতে। আমি সেটাই করছি। রোহিত ভাই আমাকে আপন করে নিয়েছে। নতুন দায়িত্ব খুব ভাল লাগছে। আগামী দিনেও এই কাজ করতে চাই।’