
ওঙ্কার ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর চনমনে ভারতীয় শিবির। বৃহস্পতিবার চেন্নাই উড়ে গেছে দুই দল শনিবার চেপকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার চেষ্টা করবে ভারতীয় দল। প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কম হলেও মহম্মদ শামিকে এই ম্যাচেও খেলানো হবে না বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তাই আরও পিছিয়ে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তন।
চেন্নাইয়ের ২২ গজ সবসময়ই স্পিনারদের অনুকুলে থাকে। স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা অজানা নয়। তাই এই ম্যাচে অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবছে দল ম্যানেজম্যান্ট। ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তনের কথা ভাবছেননা ভারতীয়দের হেডস্যার। পেসার অলরাউন্ডারের পরিবর্তে এবার স্পিনার অলরাউন্ডারের কথা ভাবছেন গম্ভীর। তাই চেন্নাইয়ে নীতীশ রেড্ডির পরিবর্তে ওয়াশিংটন সুন্দরের খেলার সুযোগ বেশী।
বারবার শামির কামব্যাক পিছিয়ে যাচ্ছে সেই নিয়ে জল্পনাও বাড়ছে দিন দিন। যদিও ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, শামি বড় চোট থেকে উঠে আসছে, তাই তাঁকে আরও সময় দেওয়া হয়েছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির মতো বোলার খুব দরকার। তাই এখন তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় দল ম্যানেজম্যান্ট