
ওঙ্কার ডেস্কঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি২০ বিশ্বকাপ জেতার পরে টি২০ থেকে সরে দাঁড়ান। তারপর থেকে ভারতীয় টি২০ দল তারকাহীন। ইডেনে প্রথম টি২০ ম্যাচের আগে এদিন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, “এই দলটা তো অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা সিরিজ তো খেলল। আশা করছি কোনো সমস্যা হবে না।“ এছাড়া এদিন ইডেন গার্ডেন্স নিয়েও নস্টালজিক হয়ে ওঠেন সূর্য। তার কথায়, ‘কেকেআরে ২০১৪ সালে প্রথমবার যখন এসেছিলাম, সেই সময়ের কথা আমার এখনও মনে আছে। সেইসময় থেকে ১০-১১ বছর কেটে গিয়েছে। আমি কোনওদিনও ভাবতে পারিনি যে ভারতীয় দলকে আমি নেতৃত্ব দেব। তবে এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আমি দলকে নেতৃত্ব দেব, এই অনুভূতিটাই ভিন্ন। আর ইডেনের পিচের সঙ্গে আমি পরিচিত। আর ইডেন আইপিএলে রিঙ্কু সিংয়ের অনেক সিক্স মারা দেখেছে। আশা করছি ভারতের হয়েও রিঙ্কু অনেক সিক্স মারবে।’ এছাড়াও ২০২৩ সালের বিশ্বকাপের পরে শামির ফিরে আসা নিয়ে সূর্যকুমার বলেন, ওঁর মতো অভিজ্ঞ বোলার সবসময় দলের বড়ো শক্তি । শামির ফিরে আসাটা খুবই ভালো খবর৷