
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ সামির। শামিকে নিয়ে বেশী ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই প্রথম দু-ম্যাচে তাঁকে খেলায়নি টিম ম্যানেজম্যান্ট। রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁকে খেলানো হয়। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর প্রথম বার আন্তর্জাতিক ম্যাচে নামলেন মহম্মদ শামি। তিন ওভার বোলিং করানো হয়েছিল সামিকে দিয়ে। উইকেট না পেলেও নতুন বলে ভালো বোলিং করেছেন তিনি। পুনেতে চতুর্থ টি-টোয়েন্টিতে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে সামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে এ ভাবেই খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। তাই এই ম্যাচে হয়তো শামির জায়গায় দেখা যাবে অর্শদীপ সিংকে।
সিরিজের শুরুতে ইডেনে খুব সহজেই জিতেছিল ভারত। চেন্নাইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরিস্থিতি কঠিন হলেও তিলক ভার্মার অনবদ্য ব্যাটিং করে জয় এনে দেয় ভারতকে। রাজকোটে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য ছিল, কিন্তু ব্যাটিং ব্যার্থতার জেরে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এখন সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে ভারত। ভারতীয় বোলিং ধারাবাহিক ভাবেই ভালো পারফর্ম করছে। দুরন্ত ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। প্রথম দু-ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। রাজকোটে একাই নিয়েছেন পাঁচ উইকেট। কিন্তু চিন্তা বাড়াচ্ছে ব্যাটিং। সঞ্জু এই সিরিজে চরম ভাবে ব্যর্থ। তেমনই তিন ম্যাচেই ব্যাটিংয়ে হতাশ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
পুনের মাঠের কথা আসলেই, মনে পড়ে নিউজিল্যান্ড সিরিজের কথা। এই মাঠেই নিউজিল্যান্ডের কাছে প্রথমবার ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত। সেই মাঠেই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে ভারত