
ওঙ্কার ডেস্কঃ সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে বারবার মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের জমানায় ঘরের মাঠে তারা হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হাতছাড়া হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফিও। তবে টি-২০তে ছবিটা সম্পূর্ণ উল্টো। গত জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নতুনদের নিয়েই ভারত হারিয়েছে জিম্বাবুয়েকে, শ্রীলঙ্কা, বাংলাদেশকে।দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষকেও তাদের ঘরের মাঠে হারিয়েছে ভারতীয় দল। নয়া বছরে ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই বুধবার ইডেনে নামবেন গম্ভীরের বাহিনী।
গত কয়েক বছরে ইডেনে টি-২০ ক্রিকেটের জন্য ব্যাটিং সহায়ক পিচই প্রস্তুত করা হয়েছে। ছোটো বাউন্ডারি ও দ্রুতগতির আউটফিল্ডকে কাজে লাগিয়ে বড় রান সেট করাই উদ্দেশ্য হবে দুই দলের ব্যাটসম্যানদের। তবে শিশির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ম্যাচে।
কাল সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেছে ইংল্যান্ড, কিন্তু ভারত এখনও অবধি দল ঘোষণা করেনি।কিন্তু প্র্যাকটিস সেশন দেখে মনে হয়েছে এই ম্যাচেই মাঠে নামতে চলেছে মহম্মদ শামি, সঙ্গে থাকবেন অর্শদীপ সিং।স্পিনারদের মধ্যে হয়তো এগিয়ে থাকছেন বরুণ চক্রবর্তী, তাঁর কারণ হিসেবে অনেকে মনে করেছে গৌতম গম্ভীরের কেকেআর খেলোয়াড়দের প্রতি দুর্বলতা। কালকের সাংবাদিক বৈঠক সূর্য যাদবের কথা থেকে স্পষ্টই দলে থাকছেন হার্দিক, রিঙ্কু। কিন্তু বাকি কে দলে থাকে তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে সমালোচক মহলে।
একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ হেরে কিছুটা চাপে ভারতীয় কোচ গৌতম গম্ভীর।তাই এই সিরিজ জেতার জন্য মরিয়া তিনি।মঙ্গলবার রাতে তিনি পুজাও দিয়েছেন কলকাতার কালীঘাটে। নতুন বছরের শুরুতে নিজের পয়া ইডেনে নিজের কোচিং জীবনের নতুন ইনিংস শুরু করতে পারেন নাকি গৌতম গম্ভীর তার উত্তর দেবে সময়ই।