
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ১৬ মাস পর ভারত-পাকিস্তান মুখোমুখি এক দিনের ক্রিকেটে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ ঘিরে দুই দলের ফ্যানেদের মধ্যে তৈরি হয়েছে চিরাচরিত উত্তাপ। এই ম্যাচ যতটা ২২ গজের, তার থেকেও বেশি সম্মানের। মর্যাদার এই লড়াইয়ে হারতে চায় না কোনও দলই। ক্রিকেটপ্রেমীদের একাংশ তাকিয়ে থাকেন এই ম্যাচের জন্য।
শেষ বার ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে আহমেদাবাদে ৭ উইকেট জিতেছিল ভারত। আবার গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। দু’দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিন-রাতের এই ম্যাচ ঘিরে সামান্য হলেও আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদেরা। দুবাইয়ের আবহওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল থেকে মূলত পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। বিকালের পর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তেও পারে। তবে সন্ধ্যার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়বে মেঘের পরিমাণ। সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রাতের দিকে। তবে তা ভারত-পাকিস্তানে ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
যে পিচে খেলা হবে, তাতে বোলারেরা কিছুটা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। মন্থর পিচে ব্যাটিং কঠিন হতে পারে। রবিবার আগে ব্যাট করা দল বাড়তি সুবিধা পেতে পারে। ২৫০ থেকে ২৬০ রান দুবাইয়ের পিচে ভাল বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলাদেশকে পর্যদুস্ত করে ভারত এখন রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। কিন্তু দুই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ও বিরাট কোহলি কেউই ফর্মে নেই। তবে বাকি ভারতীয় দল যে রকমের ফর্মে আছে তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়ে রাখছে ভারতকেই।