
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনলেন কিং কোহলি। খুশদিল শাহ-র বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং স্ট্রোক, আর সেই সঙ্গে নিজের ৫১তম ওয়ানডে সেঞ্চুরিটাও করে ফেললেন কোহলি।৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।
এরফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে গেলো ভারত আর বাদ পড়ল আয়োজক দলপাকিস্তান ।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে পুরো ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। এদিন দুবাইয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই মহম্মদ রিজওয়ানদের পরাস্ত করলেন রোহিতরা। বাংলাদেশের পর পাকিস্তানকে হারিয়ে চার দলের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা কার্য়ত নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মা-র দলের।জয়ের জন্য ২৪১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার-অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। কিন্তু পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির দুরন্ত ডেলিভারিতে রোহিত বোল্ড হওয়ার পর মনে হচ্ছিল, ম্যাচে লড়াই হতে পারে। কিন্তু তেমন কিছুই হল না, পাক বোলারদের শৃঙ্খলাহীন বোলিং আর গিলের দুরন্ত কিছু শট রিজওয়ানদের এলোমেলো করে দেয়। আব্রার আহমেদের দুরন্ত ডেলিভারিতে গিল (৫২ বলে ৪২ রান)-এর আউটের পর ওয়ানডে-তে এখন ভারতের দুই সেরা ব্যাটার কোহলি আর শ্রেয়স আইয়ার হাল ধরেন দলের।
কোহলি আর শ্রেয়স যেরকম খেলছিলেন তাতে পাক বোলারদের দর্শক হওয়া ছাড়া উপায় ছিল না। তৃতীয় উইকেটে কোহলি ও শ্রেয়স ১১৪ রান যোগ করে দলের সহজ জয় নিশ্চিত করেন। শ্রেয়স এবং হার্দিক আউট হওয়ার পর অক্ষর প্যাটেলকে নিয়ে ভারতকে ম্যাচ জেতালেন বিরাট।
ম্যাচের শেষের দিকে নিশ্চিত হার বুঝতে পেরে পাকিস্তান সমর্থকরা মাঠ ছেড়েই দিয়েছিলেন। দুবাইয়ের মাঠ তখন গমগম করছে বিরাটের সেঞ্চুরি দেখার জন্য। অনেক প্রতিক্ষার পর শেষ বলে দুরন্ত চার মেরে পূরণ করেন নিজের শতরান এবং ফের একবার প্রমাণ করে দেন কেন তিনি বিশ্বের সেরা অন্যতম সেরা ব্যাটসম্যান।