
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ সব সমালোচনার জবাব দেওয়ার জন্য পাকিস্তানকে ম্যাচকেই বেছে নিলেন বিরাট কোহলি। ব্যাটিংয়ে ১৫ রান করতেই ওয়ানডেতে ১৪ হাজার রান করা দ্রুততম ব্যাটসম্যান হয়ে যান কোহলি। ৩৫০ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান করেছিলেন সচিন তেন্ডুলকর। আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৩৭৮ ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন। শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই ২৮৭ ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। ওয়ানডে ইতিহাসে এই তিনজন ছাড়া ১৪ হাজার রান নেই আর কারও।
এছাড়া ৫১ তম ওডিআই সেঞ্চুরি করে ওয়েডিং রিং-এ চুম্বন দিয়ে ভালবাসা ছুড়ে দিলেন বিরাট কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে ৮২ শতরানের মালিক হলেন কোহলি। ভারতকে জিতিয়ে কিং কোহলি বলেন,’এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এমন যে ভাবে ব্যাট করেছি, খুবই ভালো লাগছে। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ ছিল। রোহিত আউট হওয়ার পর আমার দায়িত্বটা পরিষ্কার ছিল। মিডল ওভারে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে হবে। স্পিনারদের বিরুদ্ধে অযথা ঝুঁকি নেওয়া যাবে না। পেসারদের আক্রমণ করব, এটাই পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী এগোতে পেরেছি, এটাই তৃপ্তির। ওডিআই-তে এ ভাবেই খেলে থাকি। নিজের খেলাটা ভালোই বুঝি। সে কারণে মাঠের বাইরে কী আলোচনা হচ্ছে, কোনওদিনই সেটা নিয়ে মাথা ঘামাই না। বরং নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখি।’