
ওঙ্কার বাংলাঃ বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে ঋষভ পন্থ বিগত কয়েকটি সিরিজে কারোরই ব্যাটিং পারফরম্যান্স তেমন ভালো নয়। অফ স্টাম্পের বাইরে বারবার আউট হয়েছেন বিরাট, ব্যাটে বল লাগছে না রোহিতের, বারবার তাড়াহুড়ো ভুল শট খেলে আউট হচ্ছেন ঋষভ পন্থ। বাকি ব্যাটসম্যানরা শুরু করলেও ভালভাবে শেষ করতে পারছে না তাদের ইনিংস। বারবার ভারতীয় দলের ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। এই অবস্থায় নতুন এক ব্যাটিং কোচের খোঁজে ভারতীয় বোর্ড।
নতুন ব্যাটিং কোচের জন্য সবথেকে এগিয়ে আছে যার নাম তিনি হলেন সিতাংশু কোটাক। বর্তমানে তিনি ভারতীয় ‘এ’ দলের হেড কোচ। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে ভারতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসন। তাঁর নাম নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সুত্র মারফত। যদিও বোর্ডের এক শীর্ষ কর্তার দাবি সিতাংশুর নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। হয়তো ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী সিরিজ থেকেই দায়িত্ব নেবেন সিতাংশু।
গৌতম গম্ভীর কোচ হওয়ার পর অভিষেক নায়ার ও রায়ান টেন দুসখাতে কে চেয়েছিলেন সহকারি কোচ হিসেবে। এতদিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনিই। কিন্তু ভারতীয় ব্যাটিংএর যা পারফরম্যান্স তাতে অভিসেকের উপর খুশি নয় বোর্ড। ১১ই জানুয়ারি, মুম্বইয়ে বোর্ডের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হয়েছিল ভারতের এই ক্রমাগত ব্যর্থতার। সেই আলোচনায় শুধু প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে তা নয়, আলোচনা হয়েছে সাপোর্ট স্টাফেদের নিয়েও। সুত্র মারফত জানা গিয়েছে, প্লেয়ারদের থেকে জানতে চাওয়া হয়েছে নায়ার ও দুসখাতে কোনও অভিনব পদ্ধতি আনছে নাকি ট্রেনিংএ। জানা গিয়েছে, গৌতম গম্ভীর অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে রাখতে চাইছেন কিন্তু দুসখাতের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা অনেকটাই কম। যদিও এ বিষয়ে এখনও অনেক আলোচনা বাকি বলেই জানা গেছে বোর্ড সূত্রে।