
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ঘোষণা হয়ে গেলো ২০২৫ আইপিএলের সূচি। ২২ মার্চ কলকাতার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে নাইটরা। ২৬ মার্চ গুয়াহাটিতে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। ৩১ মার্চ কলকাতা খেলবে মুম্বইয়ের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে। ৩ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে ম্যাচ নাইটদের। ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ফের ইডেনে ম্যাচ।তবে এই ম্যাচ দুপুর ৩.৩০ থেকে। এরপর দুটি অ্যাওয়ে ম্যাচ ১১ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ও ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে। ২১ এপ্রিল গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে ইডেনে খেলা ও ২৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ম্যাচ কলকাতায়। ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরই ইডেনে পর পর দুটি ম্যাচ। ৪ মে রাজস্থানের বিরুদ্ধে ও ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে। অবশ্য নাইটরা শেষ দুটি ম্যাচ খেলবে বাইরে। ১০ মে হায়দরাবাদের বিরুদ্ধে হায়দ্রাবাদে আর ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এছাড়া ২৩ মে ইডেনে কোয়ালিফায়ার ২ আর ২৫ মে ইডেনে আইপিএল ফাইনাল। বিগত বছরের মত এবছরও দুর্দান্ত খেলে প্লেঅফসে উঠতে পারলে তা সোনায় সোহাগা হবে নাইট সমর্থকদের কাছে।
একনজরে আইপিএলে নাইটদের সূচি-
২২ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা,৭:৩০
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস। গুয়াহাটি,৭:৩০
৩১ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই,৭:৩০
৩ এপ্রিল- সানরাইজার্স হায়দ্রাবাদ।কলকাতা,৭:৩০
৬ এপ্রিল- লখনউ সুপার জায়ান্টস। কলকাতা,৩:৩০
১১ এপ্রিল- চেন্নাই সুপার কিংস। চেন্নাই,৭:৩০
১৫ এপ্রিল- পাঞ্জাব কিংস। মুল্লানপুর,৭:৩০
২১ এপ্রিল- গুজরাট টাইটান্স। কলকাতা,৭:৩০
২৬ এপ্রিল- পাঞ্জাব কিংস। কলকাতা, ৭:৩০
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস। দিল্লি, ৭:৩০
৪ মে- রাজস্থান রয়্যালস। কলকাতা, ৩:৩০
৭ মে- চেন্নাই সুপার কিংস। কলকাতা, ৭:৩০
১০ মে- সানরাইজার্স হায়দরাবাদ। হায়দ্রাবাদ, ৭:৩০
১৭ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু, ৭:৩০