
ওঙ্কার ডেস্ক: লাগাতার তিন ম্যাচে হারের পর স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। যুবভারতীতে কেরল ব্লাস্টার্সকে ২-১ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড
যুবভারতীতে আগ্রাসী ফুটবল খেলে কেরল ব্লাস্টার্সের প্রথম থেকেই চাপে রেখেছিল ইস্টবেঙ্গল খেলোয়াড়রা । দারুণ ছন্দে দেখা গেল রিচার্ড সেলিস এবং দিমিত্রিয়স এর জুটিকে । ক্রমশ ফর্মে ফিরছেন ক্লেটন সিলভা, পিভি বিষ্ণু। চোট-আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গলকে আজ পাওয়া গেল তার পুরোনো চেনা ছন্দে ।
ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গলেরই দাপট ছিল চোখে পড়ার মত। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় দিমি, কিন্ত তা কাজে লাগাতে পারেনি সে। ২১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু। তারপর বারবার সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি লাল-হলুদ ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরে।
দ্বিতীয়ার্ধেষ৭২ মিনিটে হেডে গোল করেন হিজাজি। গোল ধরে রাখার চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গলের । তবে ৮৪ মিনিটে কেরালার হয়ে আর একটি গোল করে ব্যবধান কমান কেরলের দানিশ ফারুক। তবে ইস্টবেঙ্গল ডিফেন্স এদিন অন্য দিনের তুলনায় বেশ সংঘবদ্ধ ছিল।
ম্যাচের শেষে ৩ পয়েন্ট এলেও পয়েন্ট তালিকায় বদল এলো না। ১৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৭। লিগ টেবিলের ১১ নম্বর স্থানেই থাকছে তারা।