
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ এএফসির জন্য আইএসএলের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ এফএসডিএলকে করলো লাল হলুদ শিবির । আইএসএল ও এএফসি মিলিয়ে ১০ দিনে খেলতে হবে ৪টি ম্যাচ। দল পর্যাপ্ত বিশ্রাম পাবে না তাই আইএসএলের ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আইএফএকে অনুরোধ করল ইস্টবেঙ্গল। যদিও টুর্নামেন্ট তাড়াতাড়ি শেষ করতে মরিয়া এফএসডিএল আদৌ কতটা পরিবর্তন করবে সেটা নিয়ে সংশয় আছে।
২, ৫, ৮ এবং ১২ তারিখে রয়েছে ইস্টবেঙ্গলের খেলা। ২ এবং ৮ তারিখ আইএসএলের খেলা। ৫ এবং ১২ তারিখ রয়েছে এএফসি-র ম্যাচ। ৫ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আর্কাদাগ। সেই ম্যাচটি যুবভারতীতে। তার আগে ২ মার্চ ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসি ম্যাচও হবে লাল-হলুদের ঘরের মাঠেই। কিন্তু আর্কাদাগের বিরুদ্ধে খেলে ওঠার পরেই ৮ মার্চ অস্কার ব্রুজোঁর দলকে যেতে হবে শিলংয়ে। ১২ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি ম্যাচ আর্কাদাগের সঙ্গে তুর্কমেনিস্তানে। এমনিতেই চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল তার মধ্যে টানা ম্যাচ খেললে আরও বাড়তে পারে চোট আঘাতের সেই আশঙ্কাতেই এমন আর্জি ইস্টবেঙ্গলের।শিশুশ্রম বন্ধ করতে কড়া উদ্যোগ নদীয়ার প্রশাসনের