
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ২১শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স হয়েছিল আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তাই এবছর আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি ম্যাচ হবে কলকাতায়। তাই এবছর ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেজঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। গতবার নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় এবারে ইডেনে উদ্বোধনী ম্যাচ সহ কোয়ালিফায়ার ২ আর আইপিএল ফাইনালও হবে। ২ দিনের মধ্যে আইপিএলের সূচি প্রকাশ হওয়ার কথা। তবে ২২শে মার্চ ইডেনে বিরাট ম্যাচ নিয়ে উন্মাদনা এখন থেকেই শুরু হয়ে গেছে। রজত পটিদার আরসিবির ক্যাপ্টেন ঘোষণা হলেও যাবতীয় আকর্ষণের কেন্দ্র বিন্দু কিন্তু বিরাটই। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে তাদের প্রথম ম্যাচের দিনক্ষণ।