
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ফের ইস্টবেঙ্গলে নতুন বিদেশি। ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ড রাফায়েল এরিক মেসি বাউলি সই করলেন ইস্টবেঙ্গলে।এর আগে কেরালা ব্লাস্টার্স দলের হয়ে ২০১৯-২০ মরসুমে ১৭টি ম্যাচ খেলেছেন বাউলি। করেছেন আটটি গোল। কেরালা ছেড়ে যাওয়ার পরে চিনের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। শেষ বার তিনি খেলেছেন চিনের শিজিয়াজুয়াং গোংফু ক্লাবে। সেখানে ১৮টি ম্যাচে ন’টি গোল রয়েছে। এই মরসুমের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল । ডিফেন্ডার হিজাজি মাহের চোটের কারণে ছিটকে গেছেন এই মরসুম থেকে । মনে করা হচ্ছে তার জায়গাতেই নেওয়া হয়েছে এই খেলোয়াড়কে। তবে একটা ডিফেন্ডারের জায়গায় ফরওয়ার্ড কেনো নিল দল! সেই নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। সুত্র মারফত খবর, ক্লেটন সিলভাকে শীঘ্রই ছেড়ে দেবে ইস্টবেঙ্গল। তার পারফরমেন্স নিয়ে খুশি নয় দল।তাই ক্লেটনের জায়গায় মেসি এলেন দলে। এদিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, ‘রাফায়েল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সাথে যোগ দিল।অতীতে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন, তাই তিনি ভারতীয় একটি পরিচিত মুখ
ফুটবল সঙ্গে নিয়ে আসে জয়ের মানসিকতা। তার শারীরিক উপস্থিতি, গোল করার ক্ষমতা আছে। আমাদের জন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আশা করছি।”
এদিকে বাউলি জানিয়েছেন,’ইস্টবেঙ্গলের মত জনপ্রিয় ক্লাবে যোগ দিতে পেরে উত্তেজিত । আমি আইএসএলের শেষ পর্বে ইস্টবেঙ্গলের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চাই এবং
এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো খেলতে চাই।’