
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ২১শে মার্চ শুরু হচ্ছে আইপিএল। এখনও অবধি কলকাতা নাইট রাইডার্স তাঁদের অধিনায়ক নির্বাচন করতে পারেনি। শোনা যাচ্ছে আজিঙ্কা রাহানেকেই অধিনায়ক ঘোষণা করবে নাইট ম্যানেজম্যান্ট। তবে রাহানে এদিন ইডেনে সাংবাদিকদের বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমার সঙ্গে কেকেআরের কোনও আলোচনা হয়নি। কেউই কিছু জানেন না। যখন কিছু হবে তখন আমার আগে আপনারাই জানতে পারবেন। আপনারাই আমাকে ফোন করে অভিনন্দন জানাবেন। তিনি আরও বলেন,’আমি সবরকম পরিস্থিতিই দেখেছি। আমি আগেও অধিনায়কত্ব করেছি, বিভিন্ন রকম কন্ডিশনে খেলেছি। জানি কীভাবে দায়িত্ব পালন করতে হয়। ফলে যদি দায়িত্ব পাই, আমি তা পালনে প্রস্তুত।
এবারের আইপিএল নিলামে কেকেআর তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয়। পরিবর্তে তেমন কোনো খেলোয়াড়কে নেইনি যিনি দলের অধিনায়ক হতে পারেন। কেউ কেউ মনে করছেন ভেংকটেশ আইয়ার হতে পারে নতুন অধিনায়ক, আবার কেউ মনে করছিলেন পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন রাহানে।