
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ২০২৪ এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোনো সেলিব্রেশন হয়নি সেই জয়ের ।পরপর টি২০ বিশ্বকাপ ও লোকসভা নির্বাচন হওয়ায় সেলিব্রেশন করার সময় পাইনি নাইটরা। তবে এবারে গত বছরের ট্রফি ট্যুর হবে মূলত বাংলা সহ পূর্বাঞ্চলের কিছু শহরে।
১৪ ফেব্রুয়ারী আসামের গুয়াহাটির সিটি সেন্টার মল ১৬ ফেব্রুয়ারী ভুবনেশ্বরের এসপ্লানেড মল, ২১ ফেব্রুয়ারী জামশেদপুরের পিজিএম টেক মল, ২৩ ফেব্রুয়ারী রাঁচির জে ডি স্ট্রিট মল, ২৮ ফেব্রুয়ারী গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মল,২ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার মল, ৭ মার্চ পাটনা র সিটি সেন্টার মল, ৯ মার্চ দুর্গাপুরের জংশন মল, ১২ মার্চ কলকাতার সিটি সেন্টার মল ,১৬ মার্চ সাউথ সিটি মলে থাকবে আইপিএল ট্রফি। ট্রফির সঙ্গে ক্রিকেট ভক্তরা ছবিও তুলতে পারবে।