
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।এ বছর এখনও অবধি তাদের অধিনায়ক কে হবে সে বিষয়ে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে তারা দলে না রাখলেও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে নিলামে তাকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে নাইটরা। অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নামও উঠে এলেও ভেঙ্কটেশ আইয়ার দলের অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার। আগামী ২৮ ফেব্রুয়ারী অবধি নাইটরা অনুশীলন করবে মুম্বইতে। এরপর মার্চ থেকে ইডেনে অনুশীলন নাইটদের। ২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধন ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর।
ভেঙ্কটেশ আইয়ার জানান, ড্রেসিংরুমের অধিনায়ক হওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক না হয়েও তুমি ড্রেসিংরুমে নিজের মতামত দিতে পারো। আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এমন পরিবেশ পছন্দ করি, যেখানে কেউ ২০ লক্ষ বা ২০ কোটির প্লেয়ার হলেও সকলে যাতে স্বাধীনভাবে নিজেদের বক্তব্য জানাতে পারেন। এমন স্বাধীনতা থাকা বাঞ্ছনীয় যেখানে প্রত্যেকে তাঁদের মতামত বা সাজেশন দেবেন এবং সেগুলি সঠিক স্পিরিটের সঙ্গেই গ্রহণ করা হবে।’