
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ শনিবার যুবভারতীতে মিনি ডার্বিতে নামছে মোহনবাগান ও মহামেডান। আইএসএল পয়েন্ট তালিকায় ১৮ ম্যাচ খেলে একদিকে যেমন মোহনবাগান ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিল শীর্ষে তেমনই ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের একদম নিচে আছে মহামেডান। এই ম্যাচ জিতলেই লিগ শিল্ড আরও কাছে চলে আসবে বাগানের। বেতনহীন মহামেডান দলের হেড কোচ নেই ছন্নছাড়া এই দলকে যে মোহনবাগান হারাবে সেটা বলাই যায়। যদিও মোহনবাগান কোচ হোসে মোলিনা কিন্তু হালকাভাবে নিতে চান না মহামেডানকে। এদিন তিনি যেমন বললেন ,’প্রথম লেগের ম্যাচের আগেও সবাই ওদের কথা বলছিল। সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের কোনও পার্থক্য নেই। একই লড়াই। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। লিগ টেবিলে দুই দলের মধ্যে বড় তফাৎ রয়েছে। তবে শেষ কয়েকটা ম্যাচেমহামেডান চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। ম্যাচটা কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলাতে চাইবে। আমাদের কোণঠাসা করার চেষ্টা করবে। জয় পেতে আমাদের পরিশ্রম করতে হবে। যারা মনে করছে আমরা অনায়াসে জিতব, তাঁরা ভুল ভাবছে। মহামেডান যথেষ্ট ভাল দল। এই পরিস্থিতিতে ওদের বিরুদ্ধে খেলা কঠিন। সবাই মোহনবাগানকে হারাতে চায়। ওরা আমাদের হারাতে নিজেদের উজাড় করে দেবে। আমাদের সতর্ক থাকতে হবে।’
অন্যদিকে মহামেডানে বেতন সমস্যা মিটছেই না। ফুটবলাররা বেতন পাচ্ছে না দীর্ঘদিন। আর এই অবস্থা দলের প্রধান কোচও বেতন না পেয়ে দেশে চলে গেছেন। কবে আসবেন কেউ জানে না। এই অবস্থায় আগামী কয়েক ম্যাচে দলের কোচিং করাবেন মেহেরাজুদ্দিন। আর শনিবার যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে মিনি ডার্বিতে নামছেন মহামেডান। তার আগে মেহেরাজ জানালেন, ‘আমরা যখন খেলতাম, তখনও বেশ কয়েকবার বেতন সমস্যায় পড়েছি। আমরা নিরাশ হয়ে যেতাম। আমরা খেলতে চাইতাম না। তবে এখনকার ফুটবলাররা অনেক পেশাদার। মাঠে নামলে, নিজেদের সেরাটা দেয়। আমাদের সমস্যার কথা বুঝতে দেয় না। অবশ্যই প্লেয়ারদের চাহিদা পূরণ না হলে তাঁদের থেকে একশো শতাংশ পাওয়াটা চ্যালেঞ্জিং। তবে আমরা ম্যাচের গুরুত্ব বুঝি। জানি এই একটা জয় পার্থক্য গড়ে দিতে পারে। আমরা টেবিল শেষে এবং মোহনবাগান শীর্ষে। তবে ডার্বি ৫০-৫০। টেবিলে পার্থক্য থাকলেও আমরা ফ্যানদের জন্য জেতার চেষ্টা করব। আমাদের কিছু হারানোর নেই। আমরা মোহনবাগানকে সম্মান করি। তবে আমরা অলআউট ঝাঁপাব। এই ধরনের ম্যাচ ক্লাব এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে।’মেহেরাজ আরও বলেন,মোহনবাগান লিগ টেবলের শীর্ষে আর আমরা সবার নীচে আমাদের ছেলেরা কাল সমর্থকদের জন্য মাঠে নামবে। আমরা আগেও তাদের জন্য খেলেছি, আমাদের পরিবারের জন্য খেলেছি। কালও সমর্থকদের খুশি করার জন্যই খেলবে ছেলেরা। কাল আমাদের জেতার চেষ্টা করতে হবে। কাল আমাদের জয়টা খুব জরুরি।’