
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: নজির গড়ল মোহনবাগান। দিমিত্রি পেত্রত্রাসের গোলে ওড়িশাকে ১-০ গোলে হারিয়ে ফের একবার লিগ শিল্ড ঘরে তুলল টিম বাগান।পরপর দুবার লিগ শিল্ড জয়ের নজির নেই অন্য কোনও দলের। তাদের পয়েন্ট হলো ২২ ম্যাচে ৫২।এবারে আইএসএল জয় টার্গেট তাঁদের
এদিন ম্যাচের ১৬ মিনিটে মনবীর সিং এবং দীপক টাংরির ভুল বোঝাবুঝিতে গোল পায়নি মোহনবাগান। মাঝমাঠের নীচ থেকে ডান উইংয়ে মনবীরকে বল। তিনি বলটা নিয়ে বক্সে ঢুকে গিয়ে দুরূহ কোণ থেকে শট নিলেন। বাঁচিয়ে দিলেন অমরিন্দর সিং। বক্সের মধ্যে জেমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট অপেক্ষা করছিলেন। তাঁদের বল না বাড়ানোয় বিরক্ত হলেন। তারইমধ্যে মনবীর মাঝের দিকে বল বাড়ান। টাংরি নিজে শট নেন। সহজে বাঁচিয়ে দেন ওড়িশা।১৯ মিনিটে মোহনবাগান তাঁদের ডিফেন্স ভুলে গোল হজম করছিল। হুগোর শট দারুণভাবে বাঁচান বিশাল কাইথ।২৮ মিনিট বক্সের মধ্যে ওড়িশার মুর্তাফা ফলের সঙ্গে কিছুটা কনট্যাক্ট হয় জেমি ম্যাকলারেনের। পেনাল্টির আবেদন করে মোহনবাগান। যদিও রেফারি পেনাল্টি দেননি।প্রথমার্ধের একেবারে শেষলগ্নে গ্রেগ স্টুয়ার্টের জোরালো শট অসাধারণ সেভ করেন অমরিন্দর।প্রথমার্ধ গোল শুন্যভাবেই শেষ হয়। ৫৪ মিনিটে মোহনবাগানের ফের গোল মিস।৬০ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের অসাধারণ পাসেও মনবীর সিং গোল মিস করেন।এরপর ম্যাকলারেনকে ফল বক্সে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। অতিরিক্ত সময় ৯৩ মিনিটে গোল করে যান দিমিত্রি পেত্রাত্রস।এদিন যুবভারতী ভরান মোহনবাগান সমর্থকরা সবুজ মেরুন রঙমশালের ধোঁয়ায় লিগ শিল্ডের পাশাপাশি যুবভারতীও ছিল মোহনবাগানের দখলে।