
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ প্লে-অফে পৌঁছেও বাড়তি কোনো উচ্ছ্বাস নেই মোহনবাগান শিবিরে। তাদের লক্ষ্য এখন শিল্ড জয়। তবে সবার আগে তাদের লক্ষ্য বাকি সব ম্যাচে জেতা। আগামী চার ম্যাচে সাত পয়েন্ট পেলে টানা দ্বিতীয় বারের জন্য লিগশিল্ড জিতবে মোহনবাগান, যা আইএসএলের ইতিহাসে এর আগে আর কোনও দল করতে পারেনি। তবে সাত পয়েন্ট নয়, আরও ১২ পয়েন্ট পাওয়াই যে লক্ষ্য, তা স্পষ্ট জানিয়ে দিলেন দলের অধিনায়ক শুভাশিস বোস।
শিল্ড জয়ের অঙ্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নন শুভাশিস। ঘরের মাঠে টানা নবম ম্যাচ জিতে আইএসএল ইতিহাসে এফসি গোয়ার গড়া নজির ছোঁয় সবুজ-মেরুন বাহিনী। এবং ৩-০ জয়ের ফলে চলতি আইএসএল প্লে অফে তাদের জায়গা পাকা হয়ে যায়। লিগ শিল্ড থেকে আর মাত্র সাত পয়েন্ট দূরে তারা। তবে এখনই শিল্ডজয় নিয়ে ভাবতে চান না শুভাশিস। বাকি ম্যাচগুলিতে পুরো পয়েন্ট তোলার ব্যাপারেই বেশি আগ্রহী তিনি। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা অঙ্কের হিসেব নিয়ে বেশি আগ্রহী নই। বাকি চার ম্যাচের প্রতিটিতে তিন পয়েন্ট করে তোলার ব্যাপারে বেশি আগ্রহী। পুরো পয়েন্ট নিয়েই শিল্ড জিততে চাই আমরা। যতক্ষণ না শিল্ড জেতা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ কিছু বলব না”।