
ওঙ্কার ডেস্কঃ ডার্বি জয়ের পর ফুরুফুরে মেজাজে মোহনবাগান। শুক্রবার জামশেধপুরের মুখোমুখি হচ্ছে তারা। তাদের দলেও এখন নেই কোনও চোটের চিন্তায়, তাই জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা নিয়েই নিজের মনের মতো দল সাজাবে মোলিনা। কোন কোন বিদেশীকে নিয়ে শুরু করবেন এটাই এখন তাঁর কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের এক নম্বরে আছে মোহনবাগান তাই সেই জায়গা ধরে রাখার জন্য পুরোদমে ঝাঁপাবে তারা।
অন্যদিকে পয়েন্ট টেবিলে জামশেধপুর এখন আছে দুই নম্বরে। যা অনেকের কাছেই কিছুটা অপ্রত্যাশিত। মরসুমের প্রথম দিকে কয়েকটি ম্যাচে হারলেও শেষ কয়েকটি ম্যাচে জিতে এখন বেশ ভালো পজিশনে আছে তাঁরা।তাদের মনোবলও এখন একদম তুঙ্গে। তাদের জায়গা ধরে রাখার জন্য পুরোদমে ঝাঁপাবে খালিদের জামশেধপুরও।
এর আগে যখন দুই দল সল্টলেকে মুখোমুখি হয়েছিল তখন মোহনবাগান ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল খালিদ জামিলের জামশেধপুরকে। এবারেও সেই ধারা অব্যাহত রাখতে চায় মোলিনার মোহনবাগান। অন্যদিকে খালিদ জামিলও প্রস্তুত হচ্ছেন মোহনবাগানের অপ্র্যতিরোধ্য দুর্গকে।