
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ গত মরশুম পর্যন্ত তিনি ছিলেন যে ক্লাবে, শনিবার সেই মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠেই মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে নামবেন লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়া।গত মরশুম পর্যন্ত মুম্বই সিটি এফসি-র হয়ে খেলতেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য মিজো মিডফিল্ডার। কিন্তু এ মরশুমের আগে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেন তিনি। সবুজ-মেরুন বাহিনীর মাঝমাঠের নির্ভরযোগ্য প্রহরী হয়ে উঠেছেন তিনি।
মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে মিজো মিডফিল্ডার বলেন, “পুরনো ক্লাবের বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ অনুভূতির হয়, কারণ আমি সেখানে দুই বছর কাটিয়েছি। তাই আমার জন্য তাদের বিরুদ্ধে খেলা সত্যিই বিশেষ ব্যাপার। মুম্বই ছিল আইএসএলে আমার দ্বিতীয় দল এবং তারা আমাকে একজন ভাল খেলোয়াড় হয়ে উঠতে অনেক সাহায্য করেছে, যার ফলে আমি এখন মোহনবাগানকে সাহায্য করতে পারছি। তারা আমার ফুটবলজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ”। তবে প্রাক্তন ক্লাব বলে তাদের ছেড়ে দিতে চান না আপুইয়া। তিনি বলেন, “যদিও তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে আমরা এই ম্যাচকে হালকাভাবে নেব বা তাদের জিততে দেব। সেটা কখনওই হবে না। অন্য যে কোনও প্রতিপক্ষের মতো আমরা তাদের মুখোমুখি হব। আমাদের লক্ষ্য সব সময়ই জয় এবং সেই চেষ্টাই করব”।
শিল্ডজয়ের লক্ষ্য পূরণ হয়ে গেলেও এখানেই থেমে যেতে রাজি নন আপুইয়া। বাকি দুই ম্যাচেও জিততে মরিয়া তিনি ও তাঁর দল। বলেন, “জয় ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইতিমধ্যেই শিল্ড জিতে নিয়েছি, কিন্তু চ্যাম্পিয়নশিপ এখনও বাকি। তাই আমরা ছন্দ ধরে রাখতে চাই। এখন যদি আমরা কোনও ম্যাচ হেরে যাই, তা হলে সেমিফাইনালে দলের মনোবল কমে যেতে পারে। এ জন্য জয় অব্যহত রাখা খুবই জরুরি। এছাড়াও, যেহেতু আমরা একাধিক নজির গড়ছি—সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি ক্লিন শিট—আমরা সেই ধারাবাহিকতাও বজায় রাখতে চাই। এটাই আমাদের এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রধান অনুপ্রেরণা। তাই প্রতিটি ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটাই আমাদের মূল লক্ষ্য”।