
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-কে ১-০য় হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জেতার পর এক ঝাঁক নজির গড়ে ফেলল মোহনবাগান সুপার জায়ান্টস। টানা দ্বিতীয় বার লিগ শিল্ড জয়ের কৃতিত্ব যে আর কোনও দলেরই নেই, তা তো প্রায় সবারই জানা হয়ে গিয়েছে এতদিনে। কিন্তু এ ছাড়াও আরও বেশ কয়েকটি নজির তারা গড়ে ফেলেছে এই জয়ের মাধ্যমে। কী সেগুলি? জেনেন নিন।
● পরপর দুটি মরশুমে লিগশিল্ড জয়ী প্রথম দল মোহনবাগান সুপার জায়ান্টস ২০২৪-২৫ মরশুমে এ পর্যন্ত মোট ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে। আইএসএলের এক মরশুমে ৫০ বা তার বেশি পয়েন্ট অর্জনকারী প্রথম দল তারাই।
● রবিবারের জয় নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস চলতি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমে ১৬টি ম্যাচ জিতল, যা লিগ পর্বে এক মরশুমে কোনও দলের সর্বোচ্চ সংখ্যক জয়। ২০২৩-২৪ মরশুমে নিজেদেরই গড়া ১৫টি জয়ের রেকর্ড ভেঙে দিল সবুজ-মেরুন ব্রিগেড।
● এ দিনের ১-০ জয়ের ফলে আইএসএলে টানা ১০টি হোম ম্যাচে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট, যা লিগের ইতিহাসে কোনও দলের ঘরের মাঠে দীর্ঘতম জয়যাত্রা।
● ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয়ের ফলে আইএসএলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছ’টি ম্যাচে ক্লিন শিট রাখার কৃতিত্ব অর্জন করল মোহনবাগান সুপার জায়ান্ট।
● টানা ৫৭০ মিনিট কোনও গোল হজম না করে খেলছেমোহনবাগান, যা আইএসএলের ইতিহাস আজ পর্যন্ত কোনওদল করে দেখাতে পারেনি। এর আগে এফসি গোয়া ২০২৩-২৪ মরশুমে টানা ৫৪৪ মিনিট নিজেদের গোল অক্ষত রেখেছিল। সেটিই এতদিন ছিল রেকর্ড। সেই রেকর্ডই এ দিন ভেঙে দেয় সবুজ-মেরুন বাহিনী।
● রবিবার যুবভারতীতে সারা ম্যাচে মোট ২৯টি শট নেয় মোহনবাগান সুপার জায়ান্ট, যা চলতি আইএসএল মরশুমে কোনও দলের এক ম্যাচে নেওয়া দ্বিতীয় সর্বোচ্চ শট; এই ব্যাপারে তাদের চেয়ে এগিয়ে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল এফসি। চলতি মরশুমে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৫ অক্টোবরের ম্যাচে এর চেয়ে বেশি শট নিয়েছিল লাল-হলুদ বাহিনী। সে দিন তারা ৩০টি শট নিয়েছিল। এর আগে মাত্র দু’বার মোহনবাগান এর চেয়ে বেশি শট নিতে পেরেছিল- ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২৯ জানুয়ারি, ২০২২-এ ৩২টি এবং হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে, ১০ ফেব্রুয়ারি,২০২৪-এ ৩০টি।
● দিমিত্রিয়স পেট্রাটসের গোলটি আইএসএলে তাঁর ২৫তম গোল। তিনিই মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ফুটবলার, যিনি এই মাইলফলক স্পর্শ করলেন। লিগে একটি ক্লাবের হয়ে ২৫ বা তার বেশি গোল করা সপ্তম খেলোয়াড় হলেন পেট্রাটস।
● এ দিন একমাত্র গোলে অ্যাসিস্ট করেন মনবীর সিং।মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আইএসএলে আপাতত ১৮টি অ্যাসিস্ট করেছেন মনবীর, যা আইএসএলের ইতিহাসে একটি ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ যৌথ অ্যাসিস্ট। এফসি গোয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেজ (২৫) এবং কেরালা ব্লাস্টার্স এফসি-র আদ্রিয়ান লুনার (২৩) একটি ক্লাবের হয়ে তাঁর চেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন।