
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ন্যাশনাল গেমসে বাংলা দলকে নিয়ে বিতর্ক থামলো না। আর তাতেই প্রকাশ্যে আসছে বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন কর্তাদের নিজেদের মধ্যে ঝামেলার ছবি।শনিবার সন্ধ্যায় বাঘ এক্সপ্রেসে হাওড়া থেকে উত্তরাখণ্ডের পথে রওনা দেয় ৩৬ জন খো খো খেলোয়াড় । তাদের অধিকাংশ খেলোয়াড়ের নাম ছিল ওয়েটিং লিস্টে। যার জেরে, খেলোয়াড়রা মেঝেতে শুয়ে মাটিতে বসে অনেকে আবার বাথরুমে বসেও অধিকাংশ সময় কাটায় ট্রেনে। বাংলা দলের সঙ্গে গেছেন কোষাধক্ষ কমল মৈত্র ও সহ সভাপতি বিশ্বরূপ দে। এ বিষয়ে প্রশ্ন করা হলে কমল মৈত্র ওঙ্কার বাংলাকে বলেন, ‘খো খো দলের সঙ্গেই এটা হলো কারণ খো খো দলের দায়িত্বে রয়েছেন কল্যাণ চ্যাটার্জী ও কমলেশ চ্যাটার্জী। তারা কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। নিজেরা সবকিছু ঠিক করেছেন।বাকি সব বিভাগ ঠিকঠাক ভাবে উত্তরাখণ্ডে গেছে , কিন্তু ওই দুজনের উদাসীনতার কারণেই এই ভোগান্তি হল খেলোয়াড়দের।