
ওঙ্কার ডেস্কঃ উত্তরাখণ্ডে চলতি ন্যা শনাল গেমসে ৫৫ কেজি ওয়েট লিফটিংয়ে রুপোর পদক জিতলেন বাংলার শ্রাবনী দাস। বাংলার পদক সংখ্যা এখন বেড়ে হল ৪। এর আগে, উশুতে দেবেশ শ ও লক্ষ্মী রায় জেতেন ব্রোঞ্জ এবং হাই বোর্ড ডাইভিংয়েও ঈপ্সিতা মহাজন ব্রোঞ্জ জিতেছিলেন। এবার বাংলাকে প্রথম রুপো এনে দিতে পেরে খুশি হাওড়ার দেউলপুরের শ্রাবণী।
স্ন্যাচে ৮১ এবং ক্লিন, জার্কে ১০৬ কেজি, সবমিলিয়ে ১৮৭ কেজি তুলে রুপো নিশ্চিত করেন শ্রাবণী। স্ন্যাচে ৮৮ ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি তুলে সোনা জিতেছেন মনিপুরের বিন্দিয়ারানি দেবী। বাংলার মেয়ে হলেও শ্রাবণী প্রশিক্ষণ নেন পাতিয়ালার ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সে। ২০২২ সাল থেকে সেখানেই রয়েছেন শ্রাবণী।
হাওড়ার বাসিন্দা শ্রাবণীর বাবা জরির কাজ করেন। পরিবারের মূল উপার্জন সেটাই। শ্রাবণীর সিনিয়র কোচ শ্রীকান্ত মোদী রেলে কর্মরত, আর্থিকভাবে যতটা পারেন শ্রাবণীর এগিয়ে চলার পথে সাহায্য করেন তিনি। বাংলায় পরিকাঠামো না থাকাতেই শ্রাবণীদের পাড়ি দিতে হয়েছে ভিনরাজ্যে।
এদিন তিনি ওঙ্কার বাংলাকে বলেন, খুব ভালো লাগছে। আমি ২০২২ থেকে পাতিওয়ালাতে আছি। অন্য কোনো কারণে নয় চাকরির সুযোগ না থাকাতে বাংলা ছেড়েছি। আমি খেলো ইন্ডিয়াতেও আছি। এখানকার পরিকাঠামো খুবই ভালো।’
এবার সরকারের তরফে জয়ীদের সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সে ব্যাপারে প্রশ্ন করা হলে শ্রাবণী জানান, চাকরির আশ্বাস আগে পেলেও কাজ হয়নি। আগে মেডেল জেতায় আর্থিক পুরস্কার পেয়েছেন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দিয়েও পাননি চাকরি, তাই বাধ্য হয়েই রাজ্য ছেড়ে এত দূরে পড়ে আছেন তিনি।
পরবর্তী টার্গেট কী? এই প্রশ্নের উত্তরে শ্রাবনী জানালেন, ‘আরও ভালো পারফরমেন্স করা। এশিয়াডের জন্য নিজেকে তৈরী করা।’