
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ কোনো টুর্নামেন্ট খেলা হলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের পতাকা লাগাতে হয় স্টেডিয়ামে। এমনটাই নিয়ম অলিম্পিক থেকে শুরু করে সকল আন্তর্জাতিক টুর্নামেন্টের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনের অনুষ্ঠানের সময় স্টেডিয়ামে দেখা যায়নি ভারতের পতাকা। অন্য সব দেশের পতাকা থাকলেও ছিল না ভারতের পতাকা।আইসিসির চাপে পড়ে সেই ভুল শুধরে ভারতের পতাকা লাগাতে বাধ্য হল পিসিবি। পিসিবি কর্তা প্রথমে বলেন সেইসব দেশের পতাকা রাখা হয়েছে যারা পাকিস্তানে খেলতে আসছে। ভারতীয় দল যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসছে না। তাই ভারতের পতাকা লাগানো হয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশের পতাকাও ছিল না। এই প্রসঙ্গে পিসিবি জানায়, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে পৌঁছয়নি। তাঁরা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ দুবাইতে খেলবে। তাই বাংলাদেশের পতাকাও রাখা হয়নি। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, ‘পাকিস্তান বোর্ডকে নিশ্চিতভাবে জানাতে হবে কেন আগে ভারতীয় পতাকা ছিল না। এবং অবিলম্বে ভারতীয় পতাকা লাগাতে হবে। কারণ অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকা উচিত।’ এরপর চাপ দেয় আইসিসি। যার পরেই সকল স্টেডিয়ামে ঠাঁই পেলো ভারতীয় পতাকা।