
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফটোশুট হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। জার্সির ডানদিকে লেখা, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। এই জার্সি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচক মহলে শোনা যাচ্ছিল, যেহেতু ভারত পাকিস্তানে খেলতে যাবে না তাই জার্সিতেও নাম উল্লেখ করবে না। পরে অবশ্য বিসিসিআই জানিয়ে দিয়েছিল, নিয়ম মেনেই হবে জার্সি। সেইমতোই বিরাট কোহলি, রোহিত শর্মাদের গায়ে দেখা গেল পাকিস্তানের নাম লেখা জার্সি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। তার পরের ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য আইসিসির কোনও টুর্নামেন্ট ছাড়া এখন আর মুখোমুখি হয় না দুই প্রতিপক্ষ।তাই দুই যুযুধানের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে দুই দেশের ক্রিকেট প্রেমীরা।