
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ব্যাটে রান আসুক বা না আসুক বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা অব্যাহত। ১৩ বছর পরে খারাপ ফর্মের জেরে কার্যত বোর্ডের চাপে রঞ্জি খেলতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামছেন বিরাট কোহলি। আর বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গে দর্শকদের। ম্যাচের আগেরদিন রাত থেকে বিরাটকে দেখতে সমর্থকরা স্টেডিয়ামের বাইরে লাইন দেন। এরপর সকাল হতেই সমর্থকদের আবেগের বাঁধ ভাঙলো। ডিডিসিএ সচিব অশোক ভর্মা বললেন, দিল্লি ক্রিকেটের সঙ্গে ৩০ বছরেরও বেশি জড়িয়ে রয়েছি। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচে এত লোক দেখিনি। কোহলির জনপ্রিয়তাই এর মূল কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিতে রোড শো রয়েছে। স্টেডিয়ামের বাইরে দিয়েই ওই রোড শো যাওয়ার কথা। তাই এত দর্শককে সামলানো সত্যিই আমাদের কাছে চ্যালেঞ্জ। ‘অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শক সমাগম হয়েছে প্রায় ২৫ হাজার। গৌতম গম্ভীর স্ট্যান্ডে ৬ হাজার দর্শক বসতে পারেন প্রথমে শুধু ওই স্ট্যান্ডটি খোলা রাখা হয়েছিল দর্শকদের জন্য পরে দর্শকের চাপে খুলে দেওয়া হয় বিষেন সিং বেদি স্ট্যান্ডও। যেখানে ১৪ হাজার দর্শক ম্যাচ দেখতে পারেন। তাতেও সামাল দেওয়া যায়নি ভিড়কে