
ওঙ্কার ডেস্কঃ রোহিত শর্মা, বিরাট কোহলির খারাপ ফর্মের জেরে বহুদিন ধরেই ভুগছে ভারতীয় দল।বোর্ডের চাপে এবার তারা খেলতে নামছেন রঞ্জি ট্রফিতে। আর এই বিষয় সমর্থন করছেন প্রাক্তন ক্রিকেটাররা। এদিন কলকাতার সিসিএফসিতে লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজকে সম্মান জানাতে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে ইরফান বললেন, ‘আমি বিরাট কোহলি আর রোহিত শর্মার রঞ্জিতে নামার কথা ২ বছর ধরে বলে আসছি। ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার ওরা রঞ্জি খেললে ওদের নিজেদেরও যেমন লাভ তেমন জুনিয়ররাও ওদের থেকে অনেক কিছু শিখবে।’
অন্যদিকে ইডেনে কামব্যাক করার কথা থাকলেও মাঠে নামেননি শামি। সেই বিষয়ে ইরফানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অনেকেই বাদ পড়েছেন। দুবাইয়ে ফাস্ট বোলার দরকার। ওখানকার উইকেটে চারজন স্পিনারকে খেলানো যাবে না। সামির প্রত্যাবর্তন সহজ হবে না। যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ। বিসিসিআই নিশ্চয়ই বুঝে শুনেই দল করেছে। তাই সমর্থন করতেই হবে। শামি চ্যাম্পিয়ন বোলার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে প্রথম দশে থাকবে। ও নিজের শরীরের অবস্থা জানে এবং বোঝে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি ভাবে ফিরতে একটু সময় লাগবে।’ তিনি আরও বলেন, শামির ফিট থাকা এই মুহূর্তে খুব জরুরি। সদ্য চোট থেকে ফিরছে সে। এখন নতুন করে চোট খেলে দুবাইতে সমস্যায় পড়বেন ভারতীয় দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের সম্ভবনা কতটা! ইরফান বলেন, ‘ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভবনা প্রবল। লাল বলের ক্রিকেট আর সাদা বলের ক্রিকেট আলাদা। সাদা বলে ভারত সবসময় সেরা।’