
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ যুবভারতীতে চেন্নাইয়ন এফসির কাছে হেরে প্লে অফের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু অন্যান্য দলের পয়েন্ট নষ্টে হালকা একটা আশার আলো দেখা যাচ্ছে। তবে নিজেদের বাকি তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যান্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোকে। মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং চেন্নাইয়নের দিকে। একদম শেষদিকে থাকা হায়দ্রাবাদ এফসির সাথে এর আগের ম্যাচে হেরে যায় ইস্টবেঙ্গল। তবে বুধবার যুবভারতীতে নামার আগে লাল হলুদ কোচ অস্কার বলেন,’আমরা অনেকদিন ধরে টানা তিনটে জয়ের কথা বলছি। এবার সেই সম্ভাবনা রয়েছে। দলকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ফর্মে আছে। ভাল রেজাল্টের বিষয়ে বদ্ধপরিকর। আমরা ভাল জায়গায় শেষ করতে চাই। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না। এটা প্রথম লেগের হায়দ্রাবাদ নয়। গোয়া এবং বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেছে। জামশেদপুরকে হারিয়েছে। ওদের জয়ের খিদে রয়েছে। আমরা দ্রুত গোল তুলে নেওয়ার চেষ্টা করব। আমরা এখনও সুপার সিক্সের স্বপ্ন দেখছি। এখনও মনে হচ্ছে প্রথমদিকে জিতে থাকলে সুবিধা হত।’