
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ইডেনে জয়ের পর চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাধ্য হয়ে জোড়া বদল করেছিল ভারত। চোটের জন্য বাদ পড়েছিলেন রিঙ্কু সিংহ ও চেন্নাইয়ের স্পিনিং উইকেটে একজন বেশী স্পিনার খেলানোর জন্য নীতীশ রেড্ডিকে সরিয়ে দলে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর। রাজকোটে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। আজ জিতলে টি- টোয়েন্টি সিরিজ ভারতের হাতে।এই ম্যাচেও ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা রয়েছে। রাজকোটের উইকেট বরাবরই পাটা উইকেট হিসেবে পরিচিত, যেখানে খুব বেশী কিছু করার থাকে না স্পিনারদের তাই দলে অতিরিক্ত পেসার বাড়ানোর কথা ভাবছেন ভারতীয় কোচ। হয়তো দলে আসতে পারেন কলকাতার পেসার হর্ষিত রানা এবং আগের ম্যাচে ব্যার্থ জুরেলকে বসিয়ে হয়তো দলে আসতে চলেছেন শিবম দুবে। তবে পিচ ভাবাচ্ছে না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাঁর প্রধান চিন্তা রিঙ্কু ও নীতিশের চোট।
শামি ফিট কিনা সেই প্রশ্নের উত্তরে ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানান, শামি সম্পুর্ন ফিট, তবে এই ম্যাচে মাঠে নামবেন কিনা সে বিষয়ে শামি এখনও কিছু জানায়নি, তাই হয়তো এই ম্যাচেও মাঠে দেখা যাবে না শামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার পাশাপাশি শামিকেও দরকার ভারতীয় দলের, তাই এখন শামিকে নিয়ে কোন রিস্ক নিতে রাজি নয় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।
সিরিজের দুই ম্যাচে ভারতীয় স্পিনারদের ঘুর্ণিতে নাজেহাল হয়েছে ব্রিটিশ ব্যাটাররা। কিন্তু রান পাচ্ছেন না অধিনায়ক সূর্য যাদব। ইডেনে অভিষেক শর্মা ও চেন্নাইতে তিলক বর্মা টেনেছেন দলকে। বাকি ব্যাটারদের ফর্মে আসা এই মুহূর্তে খুব জরুরি।
অন্যদিকে, ইংল্যান্ড অধিনায়ক বাটলার ছাড়া এই মুহূর্তে কোন ইংল্যান্ড খেলোয়াড়ের পারফরম্যান্স ভালো নয় ব্যার্থ হয়েছে প্রায় সকলেই। আজ জিততে না পারলে ম্যাচ হাতছাড়া হবে তাদের। তাই আজ জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামছে ইংল্যান্ড দল।