
ওঙ্কার ডেস্ক: গার্ডেন্সের পর চেন্নাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ভারতের। আরও এক বার ভারতের স্পিনারদের সামনে নাজেহাল হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে চেন্নাইয়ে সহজ জয় আসেনি ভারতের। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতকে গতি দিয়ে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। ম্যাচ জেতানো ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিলক বর্মা। চার বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন তিলক বর্মা। ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তুলেছিল ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে তিলক ছাড়া দাঁড়াতে পারেননি তেমন কেউই। সঞ্জু স্যামসন ৫, অভিষেক শর্মা ১২, সূর্য কুমার যাদব ১২, ধ্রুব জুয়েল ৪, হার্দিক পান্ডিয়া ৭। ৭৮ রানেই হারায় ৫ উইকেট। এরপর কিছুটা হাল ধরেন ওয়াশিংটন সুন্দর ২৬ রান করেন তিনি। তিলক বর্মার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৫ ছক্কা।করলেন ৫৫ বলে ৭২।
ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ম্ বলেন,’আমরা এমন এক জন ব্যাটারকে চেয়েছি, যে বলও করতে পারে। তার গুরুত্ব এই ম্যাচেও দেখা গিয়েছে। ১৬০ রান করতে সমস্যায় পড়েছিলাম। তবে শেষ পর্যন্ত জিতেছি। এতেই খুশি। সকলে দলের জন্য খেলছে। এই ম্যাচে রবি বিশ্নোই ও অর্শদীপ ব্যাট হাতে সেটা দেখিয়েছে। সকলে একটাই লক্ষ্যে খেলছি। এ ভাবে খেললে সাফল্য আসবেই।”