
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার থেকে রঞ্জি ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে শেষ বারের মতো মাঠে নামবেন বহু যুদ্ধের আদর্শ সৈনিক ঋদ্ধিমান। খাতায়-কলমে এখনও পরের পর্বে যাওয়ার স্বপ্ন বেঁচে রয়েছে বাংলার। তবে সে পথ অনেকটাই কঠিন। তারকাহীন পঞ্জাব নামবে নিতান্ত নিয়মরক্ষার ম্যালচে। এখন ৬ ম্যা চে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে বাংলা। পরের পর্বে যেতে হলে শুধু পঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে জিতলেই চলবে না, চোখ রাখতে হবে যেন বিহার অঘটন ঘটিয়ে কেরলকে হারিয়ে দেয়। অন্যদিকে, কর্নাটকও যেন হরিয়ানার বিরুদ্ধে হেরে যায় বা সেই ম্যাকচ ড্র হয়।
পেশাদার জীবনের শেষ অধ্যা য়ে এসে কেমন অনুভব করছেন ঋদ্ধি, জানতে চাইলে ঋদ্ধিমান বলেন, “আমি ছোট থেকেই আবেগপ্রবণ নই। তাই আলাদা কোনও অনুভূতি হচ্ছে না। ১৮ বছর ধরে প্রত্যেশক দিন সকালে উঠে প্রস্তুতি নিতে হয়েছে। সেটা আর করতে হবে না।” তিনি আরও বলেন “আমার কাছে সবার আগে দলের স্বার্থ। দলের চাহিদা অনুযায়ী চিরকাল নিজেকে মেলে ধরেছি, বৃহস্পতিবারও তার অন্যনথা হবে না।” বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল জানান, “ঋদ্ধি প্রথম ইনিংসে উইকেটের পিছনে দাঁড়াবে। হয়তো দ্বিতীয় ইনিংসের শেষ দিকেও কয়েক ওভার দাঁড়াবে।ঋদ্ধি বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক”। তিনি আরও বলেন ভালো খেলে জয় উপহার দিয়ে বিদায় দিতে চান ঋদ্ধিকে। লক্ষ্মীর অধিনায়কত্বেই ঋদ্ধির অভিষেক হয় বাংলা দলে, দীর্ঘদিন একসাথে খেলেছেন তারা। তাই তিনিও আবেগপ্রবণ ঋদ্ধির বিদায় নিয়ে।
জৌলুসহীন বিদায়ই চান ঋদ্ধি। তবে সিএবি সূত্রে জানা গিয়েছে হয়তো ম্যাচের শেষদিন বিশেষ আয়োজন করা হবে। এবং পরে ঋদ্ধিকে সম্মান জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হবে।