
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ স্যার ডন ব্র্যাডম্যান, সৌরভ গঙ্গোপাধ্যায়দের তালিকায় নাম লেখালেন ঋদ্ধিমান সাহা। যদিও নিজেদের শেষ আন্তর্জাতিক ইনিংসে ০ রান করেছিলেন ব্র্যাডম্যান, সৌরভরা। আর ঋদ্ধিমান করলেন ঘরোয়া ক্রিকেটে। পঞ্জাবের বিরুদ্ধে ইডেনে শেষ রঞ্জি ম্যাচ খেলছেন ঋদ্ধি। সম্ভবত দ্বিতীয় ইনিংসে আর ঋদ্ধিকে ব্যাট করতে নামতে হবে না। দ্বিতীয় দিনে বাংলার ৫৮তম ওভারে দলের ২১৭ রানের মাথায় ছয় উইকেট পড়ে বাংলার। আট নম্বরে ব্যাট করতে নামেন ঋদ্ধি। ৭ বল খেলার পর গুরনুর ব্রারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ঋদ্ধিমান। প্রথম ইনিংসে ১৯১ রান করেন পঞ্জাব। ৩৪৩ রানে আউট হয়ে যায়।জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে পঞ্জাব এখন দাড়িয়ে ৬৪ রানে ৩ উইকেটে।তৃতীয়দিন যত তাড়াতাড়ি সম্ভব পঞ্জাবকে অলআউট করাই টার্গেট থাকবে বাংলার।
এদিন ঋদ্ধির শেষ ম্যাচ দেখতে ইডেনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধিমান সাহা ও সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটকে বিশ্বের দরবারে নিয়ে এসেছিলেন। সৌরভ বোর্ড সভাপতি থাকার সময় ঋদ্ধিকে দল থেকে বাদ দেন সৌরভ। সরাসরি ঋদ্ধিমান এই অভিযোগ করেন। এরপর সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাসের অপমানে বাংলা ছাড়েন পাপালি। তবে শেষ অবধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধেই বাংলায় ফেরেন ঋদ্ধি। আর ঋদ্ধির বিদায়ী ম্যাচ দেখতে ইডেনে হাজির সৌরভ। কর্পোরেট বক্সে বসে ম্যাচ দেখলেন।যদিও ঋদ্ধি এদিন রান কোনো খাতা না খুলেই সাজঘরে ফেরেন।সৌরভ বললেন, অসাধারণ ক্রিকেটার। বাংলা থেকে ৪০ টা টেস্ট ম্যাচ খেলা দারুণ ব্যাপার। বাংলা ক্রিকেটেও ওর অবদান অনেক।’ তবে এবারে নকআউটে যেতে পারেনি বাংলা দল। সৌরভ বললেন,ফ্যাক্টর হয়ে গেলো শাহবাজ, ঈশ্বরণ, আকাশদ্বীপ অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আমরা পেলাম না। কল্যাণীতে বৃষ্টিটাও আমাদের ভোগায়। তবে বাংলা কিন্তু খারাপ ক্রিকেট খেলেনি।’