
ওঙ্কার ডেস্কঃ বছরের প্রথম ডার্বির আগে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল শিবির। অন্যদিকে ফুরফুরে মেজাজে ডার্বির প্রস্তুতি সারছে মোহনবাগান শিবির।চোটের কারণে ৪টি ম্যাচে মাঠের বাইরে ছিল গ্রেগ স্টুয়ার্ট।তিনি আগের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কিছুক্ষনের জন্য নেমেছিলেন মাঠে। এছাড়াও চোটের কারণে ২টি ম্যাচ খেলেননি দিমিত্রি পেত্রাতস। তাকেও দেখা গেছে খোশ মেজাজে প্র্যাকটিস করতে।দুজনেই এখন মুখিয়ে আছেন বছরের প্রথম ডার্বি খেলার জন্য।
এখনও সরকারী ভাবে ঘোষণা হয়নি ডার্বির ভেন্যুর। কিন্তু তার প্রস্তুতিতে খামতি রাখছে না দু দলই। ইতিমধ্যে ইস্টবেঙ্গল নতুন এক বিদেশীকে দলে নিয়েছে, তবুও শেষ ম্যাচে মুম্বইের বিরুদ্ধে হেরে কিছুটা চাপেই ইস্টবেঙ্গল। পেত্রাতস ও স্টুয়ার্ট ফিট হয়ে যাওয়ায় এখন অনেকগুলি কম্বিনেশন নিয়ে খেলতে নামবে কোচ মলিনা।অন্যদিকে ইস্টবেঙ্গল বধের হুমকি দিয়েছে অস্ট্রেলিয়ান তারকা ম্যাকমিলান। তিনি জানিয়েছেন, মুম্বইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে খামতি গুলো দেখা গেছে তা আমাদের আরও মনোবল আরও বৃদ্ধি করেছে। আইএসএলে ডার্বিতে আমরা সব সময়ই ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থেকেছি এবারেও তার পরিবর্তন হবেনা।
সমস্ত বিদেশীকে নিয়ে পুরো শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে মোহনবাগান। এখন দেখার বিষয় কি কম্বিনেশন আর কোন কোন বিদেশীকে নিয়ে মাঠে নামে মোহনবাগান কোচ মলিনা।